আজকাল ওয়েবডেস্ক: সন্তান খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। কেন এক মা তাঁর সন্তানকে খুন করলেন? সেই বিষয় এখনও পরিষ্কার না হলেও, পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে। অভিযোগ, বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থার সিইও ওই মহিলা গোয়ায় নিজের চার বছরের সন্তানকে খুন করেন। পরে দেহ গোয়া থেকে ব্যাগে ভরে ট্যাক্সিতে করে কর্ণাটকে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ওই মহিলার গোয়ার ঠিকানা থেকে সন্তানের রক্তের নমুনা পেয়েছে। মহিলার নাম সূচনা শেঠ। যিনি বেঙ্গালুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তার স্টার্ট আপ, মাইন্ডফুল এআই ল্যাবের প্রতিষ্ঠাতা। বয়স ৩৯। অভিযোগ, গোয়ার ক্যান্ডোলিমের সোল ব্যানিয়ান গ্র্যান্ডেে নিজের ছেলের সঙ্গে এসেছিলেন, তবে পরের দিন একাই আবাসন থেকে বেরোন। ্সেখানকার কর্মীদের বেঙ্গালুরু পর্যন্ত একটি ট্যাক্সি বুক করে দিতেও বলেন। হোটেল সূত্রের খবর, সূচনাকে বিমানে বেঙ্গালুরু যাওয়ার পরামর্শ দেওয়া হলেও, তিনি ট্যাক্সিতেই যান। পরে আবাসনের কর্মীরা লক্ষ্য করেন সূচনার ছেলে নেই, আবাসনের ভেতরে রক্তের দাগও মিলেছে।
